বড় অপরাধ করেছিলাম সেদিন,
যেদিন নিজের অজান্তেই তোমাকে,
আপন করে নিয়েছিলাম হৃদয়ে,
ভালবাসতে শুরু করেছিলাম
একটু একটু করে।
সেদিনই আমার অপরাধের মাত্রা পেরিয়ে
তোমার মন জয় করার বাসনায়
একটু একটু করে উষ্ণ হচ্ছিল।
আমার অজান্তেই তুমি কেবল
আমার বলেই ঠাই পাচ্ছিলে হৃদয়ে।
আমার স্বর্গসুখ যেন,
সেদিনই বিলীন হয়ে গেছে,
যেদিন নিজের অজান্তে তোমার,
ছবিটা বুকপকেটে ঠাই পেয়েছিল।
সেদিনই আমি আমার অজান্তে,
নিজেকে করেছি খুন,
তোমার ছলনাময়ী ভালবাসার কাছে।