বিষন্নতা ছুড়ে ফেলে
আটকে যাই স্মৃতিজালে
না কাটে রাত্রি-ভোর
না খোলে সুখের দোর।

এমন কেন হয় পৃথিবী?
এমন কেন হয়রে প্রেম?
আমার চোখের জল দিয়ে তার
আলতা রাঙা চরণ ধোয়।

আটকে যায় চুলের বেনী,
নীল খোপার ই মায়াজালে।
আমি শুধুই আটকে আছি,
তার প্রেমের ই স্মৃতিজালে।

না হয় সাদা, না হয় কালো
কেমনে রাঙ্গাও রঙ্গিন ঠোট।
তোমার স্মৃতির ক্ষীণ আঘাত,
এই হৃদয়ে দেয় যে চোট।

আশার বাণী! রূপকাহিনী
পাবার নাইরে কোনই ছাপ।
স্মৃতিজালে দুঃখ ভীষণ,
ভালবাসা সুখে থাক।