হাঁসির শহরে, ময়না কাটা;
স্মৃতির দেয়ালে পেরেক আটা।
কালো গ্লাসে নয়ন ঢেকে,
নিঃশব্দে কেউ কাঁদছে একা।

হয়নি আমিই হাঁসির পথিক
হয়েছি কি চোক্ষের জল।
তুমি আমার সবই ছিলে,
আমি কিবা হয়েছি বল?

হয়েছি কি কখনো
শাড়ির আল্পনা তোমার !
কখনো কি ছিলাম,
কভুও আমি  তোমার?

তোমার আঁখি পানেই
আমি হারিয়েছি কতবার
সে আঁখি থেকে আমার জন্য কি?
জল গরিয়েছে একটি  বার !

আমার নির্ভেজাল আঁখিজল
তোমার হৃদয় পবিত্র করে নি কভূ,
তোমার ন্যাকামি ভরা পদজল
আমায় ছুঁয়েছে তবুও।


২৫/০৪/২০২১