কালো মেঘের গর্জনে
যখন ঝড়ে বৃষ্টি,
তোমার মুখটি ভাসে যেন,
চোখে চোখের দৃষ্টি।

এমন করেই রোজ সকালে
গগণ জুড়েই নামে,
তোমায় ভুলে গেলেই তবে
একটুখানি থামে।

কেনো এমন হাওয়াই প্রেম,
হাওয়ায় হাওয়ায় দোলে,
অনেক ভালো বেসেও তুমি
গেছো আমায় ভুলে।

তারার সাথে ভাগ করি রোজ
আমার রাতের খানা,
তোমার জন্য কেবলই আমার,
অবুজ হৃদয় কানা।

এমন ছলে করলে যে ছল,
ভুলা যায়না তখন,
তোমায় ভালোবেসে আমি,
উদাস হই যখন।