একটা দেয়ালে আল্পনা থাকে,
কাঠের দেয়ালে কারুকাজ।
স্মৃতির দেয়ালে আবর্জনা থাকে,
মনের দেয়ালে বড্ড লাজ।

আকাশের দেয়ালে তারারা থাকে,
সমুদ্র দেয়ালে তাজা মাছ।
তোমার মনের দেয়াল জুড়েই,
আমি যেন এক মৃত লাশ।

বায়ুর দেয়ালে ধুলোর হিরিক,
লোহার দেয়ালে ঝং।
নারী মানবীর দেয়াল জুড়েই,
মিশে থাকে যেন ছলনা রং।

শতাব্দীর শত দেয়াল জুড়ে
কলমে কাটা দিনগুলি।
তুমি কেটেছো আমার হৃদয়,
তা দিয়ে খেলেছ ডাংগুলি।

ভাবনা কেবলই আমায় কাঁদায়,
অট্টহাঁসায় তোমায় রোজ।
স্মৃতির দেয়ালে ঠুকরে মরি,
পাইনা তবুও তোমার খোজ।

৩০/০৪/২০২১