সব কথা কি রাখার মতো
গাঢ় কতো শব্দাবলী
রাতে দিনে
তোমার আমার
ভুলে যাচ্ছি
মনে করার চেষ্টাও নেই;
পাতা ঝরে যেমন আকুল
বনের বাতাস উঠলে পরে
বৃক্ষ থেকে
বৃক্ষ কি তার খোঁজটি করে?


অভিজ্ঞতায় ঋদ্ধি পুরুষ
তুমি এমন হালকা হ'লে!
আসলে এ যে চলাফেরার নতুন কৌশল
বাহির দুয়ার ঠিকই আছে
কিন্তু আমার না-রাখা সব কথাগুলি
ভিতর গোপন দরোজা ঠেলে
ঢুকে পড়ছে হৃদয়ের এক খুব গভীরে।
প্রসারিত ভালোবাসা- সেখানটাতে
উন্মাদনা
রক্ত ঝরছে কেউ জানছেনা
নদীর বুকের চরের মতো
ক্ষত জাগছে।