কেন গেলে, এত
অস্পষ্টতা ছিলো কোনখানে
যেতে মন গেল!


বারান্দায় মৃদু আলো কাঁপে
এখনো নিভৃত ছায়া মানিপ্ল্যান্টে, রাতে
শিউলি ঝরা গন্ধে আকুল এই ক্ষুদ্র পরিসর
কা'কে ডাকে! বুকের নিকটে


এ কিসের আলোড়ন! হাড় মজ্জা জল;
যেন শীতল রাত্রিতে পাতা চুঁয়ে ঝরে
কান্নাপুঞ্জ; স্মৃতির ঝালর
হা রে অবসন্ন এলাকা আমার, শেখা
হলো বেদনার রুপ, ঘাসের মতন
আকুঞ্চন।