তোমার ছবি মুখগ্রন্থে, লাজুক-পর্ব শেষে,
ভোরের আলো, তোমার আলো এক বিন্দুতে মেশে।
দোল লেগেছে ধানের ক্ষেতে, পূবাইল বাতাস বলে,
ধানের ক্ষেতের একটা মিল তোমার সঙ্গে চলে।


তার হলুদ-সোনা আগা, ঢেউয়ের কাছে নত,
তোমার কাছে আমি যেমন অনাসৃষ্টি যত।
একটা কোকিল ডেকে যায় ডাল-আড়ালের ফাঁকে,
আমার হাত ছুটে যায় কোন শরীরের বাঁকে?


এবার তুমি মুখগ্রন্থে, লাজ-লজ্জা ভেঙ্গে,
বল না গো, আমি ছাড়া কা’কে পেলে সঙ্গে?
কা’কে তুমি হাসি বিলোও, কা’কে নাড়াও হাত?
কার সঙ্গে যে চ্যাটিং করে হচ্ছো প্রাণাতিপাত!


মুখগ্রন্থ, মুখগ্রন্থ, এ কী সর্বনাশ,
কা’কে তুমি দিলে মুক্তি, আমায় করলে লাশ!


=শেষ=
২৩ এপ্রিল ২০১৬