গোপনতা ভালো সবচেয়ে
অপ্রেম যতোই থাক মনে
যতোই না ক্রোধ আর হিংসা
পাশাপাশি হাত ধ' রে হাঁটে
পড়শীকুল ছড়ায় কাঁটা
পথে। ক্ষুব্ধ হবে তাই ব' লে !
চিত্ত শান্ত করো। রাগ হোক
অক্ষম, বিগতশোক আত্মা
সর্বগ্লানি পরিহৃত, শিষ্ট।


মানুষে মানুষে সম্পর্কের
গাঢ় কুটিলতা উদ্বেলিত
করে ঘৃণা, সবার নিমিত্তে
তবুও চোখের আলিসাতে
বিচ্ছুরিত ভালোবাসা কণা।


এ যুগের বোধির মোহন্ত
তুমি, পরম দুঃখীজন।


কোথাও আমার বাঁধা রয়ে
গেছি, কোনো অদৃশ্য হাতের
পুতুল--যাদুকরের? দীক্ষা
চাই তার কাছে, জেনে নেব
'এইখানে হৃদয়তো ছিলো
আগে,' ইঙ্গিত বুকের দিকে
'পাথর কেমন ক' রে হলো !'