_________________
.
ভুলের মুহুর্ত ভুলে ভুলে ভোলামনে
বারবার ফিরেছি,
আর কতবার ফিরলে ভুলের মুহুর্ত
পরিসমাপ্তি হবে?
নাকি তোমায় মুক্তি দিলে স্বাধীন নিশ্বাসে
ধনাট্য ঘরে ডানা উড়াবে?
সবিই আজ খোলা-"এককালে যেটা কাঁটা
তারে বাধা হত!"
সবিই আজ শ্বাসনহীন-"এককালে যেটা বুকের
স্পর্শে কম্পিত হত!"
দু'এক দু'এক করে হাটিহাটি পা'পা স্বরে
স্পর্শ আজ ধূসর বালুচর!
.
তুমি এক সমুদ্র দেখতে দেখতে ক্লান্ত হয়তো,
কিন্তুু সে সমুদ্রের গভিরতা দেখনি।
সে সমুদ্রে নামতে নামতে জলে বাসমান নৌকা হয়তো,
কিন্তুু ডুব দাওনি!
এত গভিরতা না দেখেয় কত শত কষ্টের
ঘাঁ জমিয়ে বলো আমি দোষী?
বলো আমি অপরাধী?
.
বিধাতা মনুষ্যলোকে কষ্টের সীমারেখা বিধান করে,
অই বিধানের উর্ধ্বে অবধি কেউ ঘাঁ জমিয়ে
সব ছিন্ন ভিন্ন করে।
তখন স্বপ্ন দেখানো মানুষটা বরই অচেনা হয়
সব স্বপ্ন মিথ্যে হয়ে আঁকাবাঁকা রাস্তার গা ঘেসে
সস্তা পাগলে রুপ নে!
তখন আমি খুব দোষী?
তখন আমি রাজ্যের অপরাধী।