পৃথিবীটা এখন নিশ্চুপ ঘর
অন্ধকারের অতল ভাগে,
ক্লান্ত দেহ বিভোর ঘুমে
আছি একলা আমি জেগে॥
তোমার জন্য লিখছি এই
সল্প মাত্রার এক কবিতা,
আসছেনা ঘুম দুচোখে তাই
অবুঝ মনের নিরবতা॥
তোমায় সখি ভেবে ভেবে
করছি বছর পার,
আছো তো সুখে পরের বুকে
শুধু আমার হাহাকার॥
অব্যক্ত আর্তনাদে ফাটে কলিজা
সে তো তোমারই জন্যে,
ভুলিনি তোমায় ভুলবোনা
মনে রেখ এ জীবনে॥
তোমার স্মৃতি এ বুক ভরা
শত কষ্টের বালুচর,
তবু তুমি থাক সুখে
তাজমহল হোক তোমার ঘর॥