বাংলাদেশে আছে যত
সোনার বাংলা বর্ণ,
যেন তারা লক্ষ শত
খাঁটি রোপা স্বর্ণ॥
রং-তুলিতে স্বপ্ন আকাঁ
প্রজাপ্রতির খেলা,
তাহার চেয়েও মধুমাখা
বাংলা বর্ণমালা॥
অবাক হয় বিশ্ববাসী
দেখে বর্ণের হাসি,
গর্ববোধের নায়ে ভাসি
আমরা রাশি রাশি॥
সুখ পাখিটার পাখার মত
রঙে হবো ক্ষত,
বাংলা বর্ণে থাকবো রত
হবো নাহি নত॥