একলা একা আছি পড়ে,
নিভৃত নির্জন ভাঙ্গা ঘরে।
আসেনা কেউ,
দুঃখের ঢেউ-
কষ্ট লয়ে এ প্রাণটা মরে॥
পাষান মন ঐ একলা চেয়ে,
ওঠে ব্যাথার রাজপ্রাসাদ বেয়ে।
চলে অন্তহীন,
ঐ ক্লান্তিবিহীন-
অন্তরেতে কালো মেঘ ছেঁয়ে॥
চোঁখেতে অশ্রু সিক্ত জল,
ঝড়ে চলে শুধু অবিরল।
বলতে মানা,
কেউ বোঝেনা-
কত বেদনাতে আমি বিহ্বল॥
বুকেতে চাপা আর্দনাতের ছাপ,
করছে পাষান মন শুধু অনুতাপ।
এতো একাকীত্ব,
হবো বিভক্ত-
দেহ থেকে বিচ্ছিন্ন প্রাণের অভিশাপ॥