ঐ খোকা নয় বোকা
ওঠে রোজ সকালে,
হাসি মুখে থাকে সুখে
খেলে রোজ বিকেলে॥
পড়া যত করে তত
হয় খোকা ফাস্ট,
মিছে ভয় কভু নয়
হয় না তো লাস্ট॥
রোজ ভোরে পড়া পড়ে
দুষ্টুমি করে না,
বাবা মা আর মামা
তাই ওকে বকে না॥
হিংসে তাই মরে কানাই
দেখে খোকার চলা,
এই খোকা পাবে দেখা
প্রাণে শান্তির মেলা॥
শিখবে ওকে সবাই দেখে
খোকার পানে চেয়ে,
মিথ্যে যত হবে নত
ঐ খোকারই পায়ে॥