জানি একদিন চলে যাব
এই রঙ্গ ভূমি ছেড়ে,
মৃত্যু পথের সরাব পানে
আখেরাতের তরে॥
একলা রব নিস্তব্ধ অন্ধকারে
নিশ্চুপ ঐ কবরখানায়,
চূর্ণ থেক বিচূর্ণ হবে দেহ
ফিরবোনা এ দুনিয়ায়॥
আজ মরলে কাল ভুলবি
রাখবি না আর মনে,
দুঃখ বিলাপ করবো শুধু
আমি ক্ষণে ক্ষণে॥
দুর হতে দেখবো চেয়ে
তোদের বদলে যাওয়া,
কেমন করে থাকিস সুখে
করিস খাওয়া দাওয়া॥
হয়তো আমি ছিলাম বন্ধু
তোদের কাছে ঝামেলা,
ক্ষমা করিস যদি পারিস
কোন এক অবেলা॥