আমি এক চেয়ে দেখ
বাউন্ডেলে মানুষ,
বহু দুর দুরান্ত
ছুটি হয়ে একান্ত-
নেই সাথী দিবা রাতি;
লোপ পেয়েছে হুঁশ।।
ছায়া মোর হয়ে ঘোর
ছাড়েরা পিছু,
এটাই তো থাকে
এ জীবনের বাঁকে-
হঠাই দুখ দেখাই সুখ;
বুঝিনা যে কিছু।।
তবু আমি হয়ে দামি
আছি তো বেশ,
রাগেনা কেহ
প্রশান্ত দেহ-
উষ্ম হয় সুস্থ রয়;
পালিয়ে লেশ।।