এই দেশেতে থাকি মোরা হিন্দু-মুসলমান,
তফাৎ কি? ধর্মে! তাই মরছে এ প্রাণ!
সবার আছে একই রঙিন রক্ত,
কেউ ভগবান কেউ আল্লাহতে ভক্ত!
কিন্তু সে যে একজনই সৃষ্টিকর্তা মহান-
শোন হে হিন্দু-মুসলমান॥
হিন্দু না মুসলিম জানার কি দরকার,
ঠাকুর না মুমীন কিসের এতো ঠকদার?
সবাই রক্তে মাংসে গড়া,
এইতো পরিচয় মালা!
কিসের জাতি, কিসের ধর্ম, কিসের সম্মান-
শোন হে হিন্দু-মুসলমান॥
একই দেশে বসবাস একই মায়ের ভাষা,
একই দেশের হাওয়া পাই একই ভালোবাসা!
পবিত্র আল-কোরআনে,
মহাভারত-গীতা-পূরাণে-
দিয়েছে সব মানবকে ভালোবাসার মান-
শোন হে হিন্দু-মুসলমান॥