পরার্থ নয় যাতনা
এই অসার জীবনে,
পরহিত শুধুই শান্তনা
এই অবনীর পড়ে॥
অঙ্গিকার রক্ষা করা,
জয়-পরাজয় বরণ করা-
এতো মানব চরিত্র॥
নয়নের নীর ঝড়াও মানব
অপরেরও তরে,
সবচেয়ে যে শ্রেষ্ঠ ধন
দাও উজার করে।
এতো মানব দায়িত্ব॥
"হবো না কভু পেরেসান,
এ দেহে রহিতে প্রাণ।"
এতো মোদের প্রতিজ্ঞা॥
কান্তার মরু ধূ-ধূ প্রকৃতি
দূর্গম গিরি দেবো পাড়ি
ফুটাবো কলিকা।
আর গড়বো মোরা ভ্রাতৃত্ব॥
যতই আসুক না তুফান
করবো মোকাবেলা,
পরের তরে হবো কোরবান
ভাসাবো সুখের ভেলা।
থাকবো সদ্য বিনিদ্র॥
"এতো মানব চরিত্র॥"