যখন বন্ধু ছোট্ট ছিলাম
ছিলাম দুষ্ট ছেলে,
সেই অতীতের গল্প বলছি
শোন মনটা মেলে॥
গোল্লাছুট আর গাদন খেলাম
বেশতো ছিলাম পাকা,
ছোটাছুটি হৈঁহুল্লোড় আর
খেলামতাম গাড়ীর চাকা॥
সবাই মিলে পুকুর পাড়ে
সাতার কাটার ছলে,
বন্ধুরা সব ছুয়াছুয়ি
খেলতাম ফুটবলে॥
স্কুল ফাঁকি দিয়ে সবে
দেখতে যেতাম মেলা,
পুতুল নাচ আর জাদুর মাঝে
কেটে যেত বেলা॥
ছোট ছোট আম গুলো
পেড়ে করতাম সাবার,
পেড়ে নিয়ে ভোঁ দোর
হয়ে যেত খাবার॥
সেই দিন কোথায় আজ
কোথা সেই বন্ধুরা,
ভোলা যায়না স্মৃতিগুলো
এখন লাগেনা ভালো ব্যস্ত এ বসুন্ধরা॥