কিছু হাসিতে চাপা কষ্টের
না বলা হাহাকার,
শুধু বুক চাপড়ানো বিহীন
নেই উপায়ের ভার॥
কিছু হাসিতে কষ্টের ছাপ
ঐ চোখ ভরা জল,
শুধু আর্তনাদে চিৎকারিত
আলেয়ার ছায়া ছল॥
কিছু হাসিতে আনন্দ ঝড়
বারে উল্লাসিত মন,
শুধু খুশিতে আত্তহারা হয়
এই ক্ষণস্থায়ী জীবন॥
কিছু হাসিতে দরিদ্র নিঃস্ব
ভোলে দুঃখের ব্যাথা,
শুধু দুমুঠো খাবারের জন্য
ভোলে কষ্টের কথা॥
কিছু হাসিতে অব্যক্তর ছাপ
বোঝেনা তো সখা,
শুধু চেয়ে থাকে অপলক
রিদয়ে থাকে লেখা॥