জ্বলে ওঠো তারুণ্য আজ
বিজয়ের উল্লাসে,
অন্যায় রুখে সাহস বুকে
সত্যের পরশে॥
ভেঙ্গে ফেলো যত পাপদুর্গ
পদতলের সাথে,
হও দুর্বার গর্জে আবার
হাত রেখে হাতে॥
ভরা তরী পারাপার আজ
হবে বিশ্ব উদ্ধার,
দালাল যত হবে নত
আলোকিত হবে আধাঁর॥
ছোট ছোট সৎ স্বপ্নের তরে
আমরা নবীন প্রাণ,
রুখে পাপ শান্তির তাপ
করবোই উত্থান॥
হাসি ফুটাবো অবিরত
ঐ তাদেরই তরে
যবে যত নিপীরিত
ক্ষুধার জ্বালায় মরে॥
অত্যাচারিত শাষক যত
আছে ধরার মাঝে,
মুছে যশ করে বশ
ফেলবো সমুদ্র ভাজে॥