দাবানলে দহিছে ঐ
বঙ্গ দেশ মোর,
মৃত্যুর মহানিশায় দমকি দমকি
লঙ্ঘি ভোর॥
তমসাবৃতা যামিনীতে
পিশাচের ওঙ্কার,
ভৈরব ত্রাসে কাঁপায় ভুমি
ওরা ডঙ্কায় ডঙ্কায়॥
বাষ্পাকুললোচনে এস্তে
জগৎ নিদানের তরে,
ক্ষুৎপিপাসায় শনিতাক্ত
দেহে সবে ভিখ মাগে ডরে॥
নৈরাশ্যের গহববরে কণ্টকশয়নে
ক্ষুব্ধ বঙ্গ সৈন্য,
অকাতর চিত্তে রন্ধ্রে রন্ধ্রে
হইলো অবতীর্ণ॥
ঐ পৈশাচিক আততায়ীর
মৃত্যু নিরুপন,
নির্ঘোষে রুধিবেই
বীরেন্দ্র কেশরী বঙ্গ প্রভাঞ্জন॥