গরীব বলে কি মানুষ নয়,
শুধু লাঞ্চনার পাত্র?
এ কেমন দেশ-
যেখানে চাপা থাকে অন্যায়,
ভাসে হত-দরিদ্র সব বন্যায়॥
নামি-দামি ধনী যত
চালায় চাবুক ফের,
কষ্ট বুকে অবিরত
বেজে ওঠে ঢেড়!
শ্রমের মূল্য এত সামান্য
চোরের যত উৎপাত,
ডাল ভাতে যারা হাপুস হুপুস
তাদের করে উৎখাত॥
এই হলো দেশ মোদের
স্বাধীন বঙ্গভূমি,
দেখতে আরো রঙ্গিন খেলা
চলে এসো তুমি॥