কলম তুমি লিখিয়াছো কত
ইতিহাস স্মৃতি-চিহ্ন,
ছড়িয়ে ছিটিয়ে আছো শত
পাহাড় সম বিস্তৃর্ন॥
তুমি ছাড়া হয়না লেখা
কবিতা আর ছড়া,
তুমি বিনা অন্ধকার সম
আমার রঙ্গিন ধরা॥
থাকো তুমি কাছে মোর
হয়ে লেখনীর যন্ত্র,
পাশে থাকলে পেয়ে যায়
সব কাব্যের মন্ত্র॥
তুমি হীনা ছন্দ হারা
আবল তাবল লেখা,
অপলক সাদা খাতায়
শুধু তাকিয়ে থাকা॥
এক হয়ে থাকবো দুজন
জীবন ও মরনে,
যাবো লিখে তোমায় নিয়ে
রাখবো তোমায় প্রাণে॥