আর কত যুদ্ধ করতে হবে?
আর কত প্রাণ অকালে ঝরে যাবে?
এ সবের উত্তর তোমরা কি জানো;
এভাবে কি তোমরা দিন গুনতে পারো?
তবে, আমার-
না! কিছুই বলার নেই!!
হায় হায় করে নিরবে কেঁদে
কি হবে লাভ,
এরই নাম কি স্বাধীনতা?
যখন যুদ্ধ করেছি
কতনা স্বপ্ন বুনেছি
তবে কি রয়ে যাবে ব্যাথার খাতা?
কত অশ্রু ঝরে
মা বোনের ঘরে
কেউ কি দেখছে তা,
কেন দিলাম রক্ত
হয়েছিলাম শক্ত
যদি রয়েই যায় ব্যাথা॥
হুঁশ হয়নি ঐ দালালদের
"নেতা-ক্ষ্যাতা" ঘুষখোর যত
ব্যস্ত তারা দিন দুপুরে
হারাম খাবায় রত॥
এ জীবন সংগ্রামের
নেই কি শেষ,
নাকি এভাবেই ধ্বংস হবে
প্রিয় স্বাধীন বাংলাদেশ॥