মায়ের আদর সুখের চাদর
ছিলো প্রাণটা জুড়ে,
শীতল হাওয়া অতৃপ্ত চাওয়া
রাখতো মনে পুরে॥
অমূল্য সম্পদ ছিলো যে পদ
সে আমার মা,
বড় ভালোবাসি মুখের ঐ হাসি
হয়না তার উপমা॥
কত যে যন্ত্রনা বুক ভরা বেদনা
ছিলো মায়ের চোঁখে,
বুঝিনি কখনো সেই মন ভোলানো
প্রেম পরশের বাঁকে॥
অবাক নয়ন কাঁদে বুক বাঁধে
দুঃখের রশি দিয়া,
মায়ের কোমল মুখ আর সুখ
এই স্মৃতিতে নিয়া॥
ইশারায় হায় কে ডেকে যায়
মায়ের ছায়া নাকি,
অপলক চোঁখে আমি থেকে থেকে
দেখি কল্পনায় ফাঁকি॥