১.
মুয়াজ্জিনের মধুর সুর
ঐ যে এলো ভেসে,
আয় তোরা যত দুর
নামাজ পড়ি হেসে॥
আল্লাহর ঘর শান্তিময়
ঐ জান্নাতের বাগান,
তাকে সবে করে ভয়
জীবন করি সোপান॥


২.
হে ভগবান-
তোমার পদতলে পুজোর মাল্য,
সপেছি মন প্রাণ করে উজার॥
পদ্মাবতী চারুবতী ঐ স্বর্গ আলয়ে,
প্রভুত্ব কভু তোমার সম
ত্রিভুবনে পায়না,
সকাল দুপুর রাতে আমি
তোমায় প্রভু ভুলিনা॥