নামে মুসলমান কামে বেঈমান
করিস না সেবা কারো,
পড়িস কোরআন মানিস না বিধান
ঘুষ খাচ্ছিস আরো॥
মাথায় টুপি তবুও চুপি
সুদের ব্যবসা চালাস,
দুধে জল করে অতল
আর ভেজাল মেশাস॥
ছল চাতুরী আর পাতুরি
চলাচ্ছিস প্রতিদিন,
সব বুঝিস তবুও খুঁজিস
কাদের লাগে ঋণ॥
এক পা হায় গোড় কিনারায়
চলে গেছে ঐ,
তবুও সব করে কলরব
আমার টাকা কৈ॥
ওরে মানুষ হারিয়ে হুঁশ
করছিস কি বল,
সময় থাকতে মান রাখতে
সত্য পথে চল॥
ধর্মের নামে ব্যবসার কামে
দিস ইসলামী ফতোয়া,
হায়রে দেশ হবি নিঃশ্বেস
মিথ্যার ফাঁদে পড়িয়া॥