এখনো সময় আছে,
সবুজে ঢাকা এ প্রান্তর রূক্ষতায় আচ্ছন্ন হবার আগেই
এসো সরে যাই
চলে যাই
যার যার গন্তব্যে।
মরুর নগ্নতা আমাদের দৃষ্টিকে করবে না কন্টকিত।
স্মৃতিতে ভাস্বর থাকবে সজীবতা।
মনে রাখবো,
একদিন হেঁটেছিলাম অনেক পথ...
একসাথে, পাশাপাশি।
বন্ধুর মতো,
শুধুই বন্ধুর মতো...
অজানা অদেখা আগামীর তপ্ত দীর্ঘশ্বাসগুলো
খুব যত্ন করে সাজিয়ে রাখবো
স্মৃতির মর্মর সিন্দুকে।
স্মৃতির আহুতিতে আত্মাহুতি দিতে চাওয়া হৃদয়ের কাছে
সঙ্গোপনে মেলে ধরবো
পাওয়া না-পাওয়ার সংযোজন বিয়োজন।
কষ্টের একেকটি মোচড়ে দুমড়ে মুচড়ে যাওয়া
সেই সিন্দুকে,
অতঃপর জমা রাখবো
অতীতের সুখস্মৃতিময় অবগাহন।
একদিন হেঁটেছিলাম অনেক পথ...
বন্ধুর মতো,
শুধুই বন্ধুর মতো...