শেষ শরতের কোনো এক মায়াবী সন্ধার গল্প এটি...
হলুদাভ আলোর লুকোচুরি মাখা আবছায়ায়
মুখোমুখি যাপিত কিছু ক্ষণ,
আবেশমাখা মায়াজালে বন্দী হওয়া
স্মরণীয় কিছু সংলাপ।
নির্ভরতার ডানায় ভর করা উৎসুক তৃষিত চাহনিতে
অবিরত বয়ে চলা অজানা শিহরণ…
ওষ্ঠাধরের পেলব ভূমিতে জমে থাকে বিন্দু বিন্দু স্বেদকণা,
যেখানে নেমে আসে অমোঘ আকর্ষণেরা
অজানা জটিল দূরভিষন্ধির মতো।
ঘণ পল্লবে বিছিয়ে রাখা
কাজলঘেরা জোড়া অশ্রুদীঘিতে
হার মেনে যায়
ভূমধ্যসাগরের অতল গহীন।
সে গহীনে হারিয়ে গেছে হাজার কথকতা।
এলোমেলো ভাবনারা ফুলঝুরি উড়িয়ে
মিশে গেছে পলকা হাওয়ায়।
সন্ধ্যা পেরুলেই নেমে আসে নিকষ আঁধার,
সাহসী আহবান জানায় অধরাকে জয় করার।
দূর্জেয় সেই হাতছানিকে পেছনে ফেলে,
কেবলই জমতে থাকে
এইসব সন্ধার গল্পগুলো।
অদেখা কোনো লেখনীর দুর্নিবার ইশারায়
প্রতিদিন যুক্ত হতে থাকে নতুন সন্ধারা।
ইতিউতি উড়ে বেড়ানো মেঘেদের দল
সুযোগমতো কুড়িয়ে আনে,
হতাশায় মোড়ানো কিছু গোপন দীর্ঘশ্বাস...