যে আধার মিলিয়ে গেছে শূন্যে
আজ তাই উঠান জুড়ে সোনালী রোদের খেলা,
তবুও কেন আধারেতেই মন হয় স্যাঁত স্যাঁতে!
চোখ মেলো, তাকিয়ে দেখো ওই নীল আকাশ,
সূর্যটাও বাঁকা ঠোঁটে হেঁসে বলে হাই
গেয়ে ওঠে নবজাগরণের গান।
তবে কেন পিছুটান? আধারেরে ফিরিবার!
ঝেড়ে ফেলো আলসেমি, ভেঙে দাও বাঁধ
এগিয়ে চলো নব উদ্যমে, গায়ে মেখে নব তেজ
আধার মিলিয়ে গেছে এই তবে ভালো।