জীবনে কত ভুল পথের কত বাঁক পেরিয়ে,কত মোড় ঘুরিয়ে
আজ আমি বর্তমানের পথে এসে দাঁড়িয়েছি।
এ পথেই হয়তো লুকানো আছে আমার সোনালী ভবিষ্যৎ।
এই পথ পূর্বের পথের ন্যায় কুসুম কোমল নয়!
এই পথের প্রতিটি বাঁকে বাঁকে,প্রতিটি মোড়ে মোড়ে
আমার জন্য অপেক্ষা করছে নতুন কোন চ্যালেঞ্জ।
পূর্বের সেই পথে ছিল চূড়ান্ত সুখ পাওয়ার অনুভূতি
কিংবা বেদনার ভারে ভেঙে পড়ার জ্বালা মেশানো জগাখিচুড়ী।
কিন্তু সেই পথের সেই সকল পাওয়া না পাওয়া কে উপেক্ষা করে
আজ আমি এই ভবিষ্যতের পথে এসে দাঁড়িয়েছি।
এ পথে সকালের সোনা রোদগুলো চোখে মেখে যায় স্বপ্নের ঝিলিক,
এ পথে রাতের আকশে গাছের ডালের ফাঁক গলে দেখতে পায় নিজের লুকানো স্বপ্ন গুলো।
এ পথ ঘেঁষে বয়ে চলা ঠান্ডা শীতল বাতাস খেলে যায় আমার শরীর জুড়ে
আমি নিজেকে ফিরে পায় নতুন উদ্যমে, ফিরে পায় নতুন কিছু করার সৎ সাহস।