আমি হেঁটেছি যতটা পথ তোমার পিছু
এই হাঁটাটি যদি হাঁটতাম কোন সোজা পথে,
তাহলে হয়তো পাড়ি দিতে পারতাম শত কোটি মাইলের কোন দূরত্ব।
কিন্তু আমি হেঁটেছি তোমার পিছু, বৃত্তাকার এক পথে।
যে পথে আমি অতিক্রম করতে পেরেছি মাত্র,
একটি বৃত্তের পরিধির সমান দূরত্ব ।
আজ আমার এই বৃত্তাকার পথের সামনে হয়তো তুমি নেই,
তারপরও আমি হেঁটে চলেছি তোমার দেখান সেই বৃত্তাকার পথে।
আর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতেই আমি প্রাপ্ত হয়েছি কেন্দ্রাতিক বলের।
কেন্দ্রাতিক বলের কারনেই আজও হেঁটে চলেছি তোমার দেখান বৃত্তের পরিধি দিয়ে।
কেননা আমার শরীরে বাঁধা সূতো যে এখনও বাঁধা রয়েছে তোমার বৃত্তের কেন্দ্রে।