সকাল হতেই অঝোর ধারায় কেঁদে চলেছে আকাশ।
আকাশের এই কান্না হয়তো তোমারই জন্য।
আকাশের এই জল হয়তো তোমারই চোখের জল।
শুনেছি তোমাকে দংশন করেছে এক বিষধর সাপে,
বিষাক্ত সাপের বিষ আজ তোমার সমস্ত শরীর জুড়ে।
বিষাক্ত সেই বিষে তোমার শরীরের বর্ণ আজ নীল।
হয়তো তোমার কাছে কোন উপায় নেই ,
এই বিষধর সাপের হাত থেকে নিজেকে রক্ষা করার।
তাই সে তোমাকে ঠুকরে খাচ্ছে সারাটা দিন-রাত ধরে।
বিসাক্ত সাপের এই নীল বিষ হয়তো তোমারই বেছে নেওয়া।
হয়তো তুমিই পা ফেলেছিলে ঐ বিষাক্ত সাপের লেজে।