বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ,
চারিদিকে আজ বাজছে ঢোলক, বাজছে দেখ ঢাক।
আজ বাংলা সেঁজেছে দেখ বৈশাখী সব সাঁজে
আজ বাঙালীর বুকের মাঝে সুরের বাদ্য বাজে।
আজ সকলে উঠেছে মেতে আনান্দের এক উৎসবে,
জাতি ধর্ম বর্ণ গোত্র সকল বিভেদ ভুলে।
আজ সকলের মনের মাঝে গাইছে সুখের গীতি
ধনী গরীব সকলেরই মাঝে বারুক সম্প্রীতি।
আজ সকলে কাঁধ মিলিয়ে করছে মঙ্গল যাত্রা
পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক বাঙালীর জয়যাত্রা।