সমাজের এই অসামাজিক ব্যস্ততা থেকে নিজেকে গুটিয়ে
আমার অবস্থান এই সমাজেরই কোন এক চার দেওয়ালে বন্দী কুঠরিতে।
আলো বাতাস হীন সেই বদ্ধ কুঠরে দিনে দিনে হারিয়েছে নিজের বর্ণ,
বর্ণ হারিয়ে আমি বর্ণহীন ফ্যাকাসে ধূসর বর্ণের ।
হটাৎ কোন এক ভাগ্যের পরশে শত আশার ফুল হয়ে
আমার সে বদ্ধ কুঠিরের জানালার কাঁচ ভেদে প্রবেশ করে সূর্যালোকের রশ্মি !
শরীরে পড়তেই সেই আলোক রশ্মি, ফিরে পায় বেঁচে থাকার তেজ
দিনে দিনে ধূসর শরীরে জমা হতে থাকে হারানো সেই পূর্বের বর্ণ।
আলোক রশ্মির সেই বর্ণের তেজে এখন আমি  পুরোটায় রঙিন,
শরীরে ফিরে পেয়ে কর্মের তেজ দুচোখে এঁকেযায় বর্ণিল স্বপ্ন।
কোন একদিন হয়তো আমারই কর্মের দ্বারা আমার শরীর থকেও নির্গত হবে
সূর্যালোকের রশ্মির ন্যায় লাল, নীল নানান বর্ণের রঙিন আলোক রশ্মি !