বৃষ্টি বিলাসী মনটা আমার
চাইছে ভিজতে বরষায়,
নামলে জলে ভিজবে শরীর সহসায়।


আজ দুজনে ভিজবো জলে
যে ছবি আঁকা মানস পটে।
আকাশ পানে হাত বাড়িয়ে
মাখবো মুখে বৃষ্টির ছটা।


আকাশ জুড়ে ঘনঘটা
বৃষ্টি থামার নেই ভয়,
তুমি আমি উঠবো মেতে
করছি যেন বিশ্ব জয়।


মেঘগুলোর আজ অনেক তাড়া
ছুটছে যে তাই আমায় ছেড়ে,
ক্ষণে ক্ষণে দমকা হাওয়া
কোথা হতে আসছে তেড়ে।


মেঘগুলোর আজ নেই যে বিরাম
ছুটছে জানি কার পিছু,
আমারও যদি থাকতো ডানা
আমিও ছুটতাম তার পিছু।


মেঘের ভেলায় ভাসিয়ে তোমায়
মিটিয়ে দিতাম ভেজার পিয়াস,
এটাই আমার তোমায় নিয়ে
মনের মাঝে বৃষ্টি বিলাস।