মাথার মধ্যে ঘুরছে শুধু হরেক রকম চিন্তা
কেমন করে কাটবে আমার সামনে আসছে যে দিন, তা?
নিজের ভুলে করে তুলেছি পথটাকেই আজ জটিল
পদে পদে তাই খাচ্ছি খাবি, হচ্ছি বাঁধা কুটিল।
দিনে দিনে জমা কাজ গুলো সব, মাথায় জমছে হয়ে বোঝা,
নতুনের সাথে পুরনো গুলোও বওয়া, নয়তো যে আজ সোজা।
সময়ের কাজ ফেলে রেখেছি পরের দিনের জন্য
সেই পরের দিনটা খুঁজতে গিয়েই হচ্ছি আমি হন্য।
আজকের মত এই চেতনা জাগত যদি আগে
সেই দিনের সেই কাজ গুলো সব কোথায় গিয়ে ভাগে।
মাথার উপর না থাকলে বোঝা, থাকতো না আর চিন্তা
মধুর সুখেই কাটতো আমার আজ কাল আর আগামী দিনটা।