তোমার হাতের ছোঁয়া পেয়ে চাল ফুলে হয় মুড়ি,
তোমার হাতের খাওয়ার খেলে পেট ফুলে হয় ভুঁড়ি।
তুমি আমার লক্ষ্মীমন্ত "মা" আদুরী।
হটাৎ করেই কখন যে তুমি যাবে আমায় ছাড়ি
কিসের নেশায় তখন মা আর ফিরবো আমি বাড়ি?
যেই ঘরেতে নেই মা তুমি, সে ঘর আমার শুন্য
তোমার কোলেতে জন্মনিয়ে, হয়েছি আমি ধন্য।
আমার জন্য তোমার কত হাড় ভাঙ্গা সব খাটুনি,
তোমার ছায়ায় বেড়ে উঠে আমার যত ফুটানি।
নিজের ভাগের খাওয়ার টুকুও দিয়েছ তুলে মুখে
তবুও তুমি ভেসেছো মা হাজার গুনো সুখে।
জীবন ধরেই থাকতে চাই মা তোমার ঐ বুকে,
তখন যদি হয় মা মরণ, মরবো পরম সুখে।