আমার আকাশ আজ শ্রবণের মেঘে ঢাকা,
সাদা মেঘের ভেলা ভেসে চলেছে সমস্ত আকাশ জুড়ে।
মেঘের ফাঁকে ফাঁকে সূর্যের রোদ এসে পড়ছে আমার জমিনে,
আলো আঁধারের এ খেলায় মনটাও আজ স্যাঁত স্যাঁতে।
স্যাঁত স্যাঁতে এ পরিবেশে কুনো ব্যাঙ গুলোও স্থান নিয়েছে
কোন এক অন্ধকার কোণে,আমারই মতন!
আঁধারে থেকে থেকে এই আলো আধারিও চোখে অসহ্য।
পথে চলতে গিয়ে হই বেসামাল, পা গুলো হয় স্থান চ্যুত,
মেঘের ওপারে বসে তুমি তা দেখে হাঁসছো!
এখন আমি বুঝেছি মেঘে আড়ালে এ কিসের ঝিলিক?
এতো সূর্যের রোদ নয়, তোমারই হাঁসির ঝলকানি,
যা আমার চোখে পরতেই ঝলসে দিচ্ছে আমাকে।