সকালে যখন ফোঁটে সূর্যের আলো
ধীর পায়ে দূর হয় রাতের কালো।
নতুন আলোকে থাকে নতুন আশা
ঘরে ঘরে ভোরে থাক প্রেম ভালবাসা।
নতুন আলোকে পাই কর্মের তেজ
গুঁটিয়ে ফেল তোমার আলসেমির লেজ।
নতুন আলোক দেখে, হও আশান্বিত
কাজে ঝাঁপিয়ে পর, হইয়ো নাকো ভীত।
নতুন আলোক মেখে কর তুমি স্নান,
নতুন আলোকে সেঁকে হও বলীয়ান।
সূর্যের আলোকে পাও কর্মের শক্তি
স্রষ্টার প্রতি বাড়াও প্রেম আর ভক্তি।
সকালে উঠে কর শান্তির প্রার্থনা
দিনের কোন কাজে করিওনা গুনাহ।
দিনটা সুখের যেন কাটুক সবার
সুখের পরশ নিয়ে রাত আসুক আবার।
সকল সময় জুড়ে থাক সুখের ভুবন
সূর্যের আলোকে পায় নতুন জীবন।