চোখের তারায় জমেছে ছানির আস্তরণ
গোধূলির লালও ধুসর, মলিন লাগে
কবিতার খাতার বন্ধ মলাটে জমেছে ধুলোর পরত
ইচ্ছেটাও মরে গেছে, চাইলেও আর খুলে দেখা হয় না ।
অন্তর ভেদ করে বেরিয়ে আসা গভীর দীর্ঘশ্বাস
শান্ত নিস্তব্ধ পরিবেশেও কানে বাজে,
পরিবেশে ছড়ায় উত্তপ্ত কার্বন ডাই অক্সাইড
মিলিয়ে দেয় নির্মলতা।
ষাট হাজার মাইলের দূরত্বে চলতে থাকে
উত্তপ্ত রক্তের দিক বিদিক ছোটাছুটি।
নিষ্ক্রিয় দেমাগ হাতরেও পাই না খুঁজে কোন দিশা
এভাবেই এগিয়ে চলছে দেহ ঘড়ির অনন্ত যাত্রা।