পাখীটাকে আজ উড়িয়ে দিলাম
নীল আকাশের বুকে,
যাক না পাখি, যাক না উড়ে
থাক না পাখি সুখে।
নীল আকাশে উড়বে পাখী
দেখবে সারা বিশ্ব।
পাখীটাকে আজ উড়িয়ে দিয়েই
হলাম আমি এক নিঃস্ব।
দেখবে পাখী, উড়বে পাখী
করবে পাখী বিয়া।
সঙ্গী নিয়ে থাকবে পাখী
সুখের ঘর বাঁধিয়া।
ঘর জুড়ে তাই আসবে পাখীর
ছোট্ট দুটি ছানা।
সবাই মিলে নাচবে ওরা
ধুম-তা-না, ধুম-তা-না।