এখনো মনে সাধ জাগে উড়ে যাওয়া পাখিটা
আবারও ফিরে আসুক,উড়ে এসে বসুক
আমার শরীরে বেড়ে ওঠা মানব বৃক্ষের কোন ডালে।
ডেকে উঠুক পাখি বসন্তের কোকিলের সুরে
যে সুর আজও আমায় করে আপ্লুত, করে বিচলিত।
উড়ে যাওয়া পাখিটা আবারও ফিরে আসুক।
কুড়িয়ে পাখি খড় কুটো,বাসা বাঁধুক আমার ডালে
যে ডালেই হোক না পাখির ইচ্ছা
আপন মনে আমি বাড়িয়ে দিব তা স্বেচ্ছা।
উড়ে যাওয়া পাখিটা আবারও ফিরে আসুক।
উড়ে এসে বসুক আমার ডালে
মুখরিত করে তুলুক আমার মানব বৃক্ষের ছায়াতল।