সময়টা এখন যাচ্ছে বড় মন্দ,
চারিদিকে আজ ছড়িয়ে আছে বিবেক পোড়ার গন্ধ।
সহমর্মিতার সকল দুয়ার আজকে যখন বন্ধ,
চোখ থাকিতেও আমরা সকলে সেঁজে আছি অন্ধ।
কোনটা আসল ,কোনটা নকল চিনতে জাগে সন্দ,
তাই বিপদে হাত বাড়াতেও মনে লাগে দ্বন্দ।
কথা আর কাজের মাঝে নেই কোন আর ছন্দ,
সকল কিছুই মিলেই আজ ,জীবনটা বড় নিরানন্দ।