হেঁটে হেঁটে ক্লান্ত আমি এক উদাস পথিক
আমার এই পথ চলার নেই শেষ,নেই উদ্দেশ্য।
আমি উদ্দেশ্যহীন পথে হেঁটে চলা ক্লান্ত পথিক এক।
ও পথিক ও পথিক কোথায় চল ভাই এই ভর দুপুরে?
একটু জিরিয়ে নাওনা বসে আমার এই মাদুরে।
না, না ভাই আমার যে বড় তাড়া
আমার অনেক কাজ এখনো হয়নি সারা।
কাজ কি তোমার একার শুধুই? অন্য কারও নেই?
আমার কিছু কাজের বোঝা তোমার উপর দেই?