কি অপরূপ রুপে না তোমায়
বানাইয়াছে বিধি।
কখনও মা,কখনও ঝি,
কখনও কিংবা দিদি।
লক্ষ্য গুনে বানাইয়াছে তোমায়
তুমি লক্ষ্মী নারী।
তোমার শরীর জুড়েই থাকে
নানান রঙের শাড়ি।
তোমার ভেতর বেড়ে ওঠা,
তোমার বোলেই বলতে শেখা,
তোমার চোখেই স্বপ্ন দেখা,
তোমার হাতেই পুরণ।
সকাল দুপুর সব বেলাতেই
তোমায় করি স্বরণ।
রঙিন ফুলের মালায় সবাই
তোমায় করুক বরণ।