আমি মেঘ বালক,
মেঘের বেশে তোমার দেশে আমি ঘুরেছি কতটা পথ।
তুমি মেঘ বালিকা,
মেঘ বালকের ডানায় চড়ে তুমি ঘুরেছ ততটা পথ।
আমি মেঘ বালক,
আমার যত স্বপ্ন তা তোমারই স্বপ্নের মতই।
কেননা মেঘ বালিকা,
তুমিই তো মেঘ বালকের ডানায় বসে এঁকেছিলে সে স্বপ্ন।
আমি মেঘ বালক,
আমার আর কোন স্বপ্ন নেই বাঁকি।
তুমি মেঘ বালিকা,
যদি না তুমি কোন স্বপ্ন লুকিয়ে রাখ তোমার বুকের ভেতরে।
আমি মেঘ বালক,
আমার যদি কোন স্বপ্ন বাঁকি থাকে ,তাহলে মেঘ হয়ে আবার আসব আমি তোমার আকাশে।
তুমি মেঘ বালিকা,
সেদিন তুমি স্বপ্ন খানি বুকের ভেতর থেকে বের করে তোমার উঠানখানি রাঙ্গিয়ে রেখ।