ঝামেলাকে পুষে রেখে কি লাভ বল?
ঝামেলাকে দূরে ঠেলে সামনে চলো।
যত পার তাড়াতাড়ি বের কর সমাধান,
অটুট রবে তোমার মান ইজ্জত সম্মান।
মনে তুমি যদি কর ঝামেলারই চাষ,
কপালে জুটবে তোমার অসম্মানের বাঁশ।
চেষ্টা কর থাকতে তবে, ঝামেলা মুক্ত
জীবনে তবেই হবে তুমি জয়যুক্ত।
বিজয়ের মালা যখন পরবে গলে,
ঝামেলা গুলো ভাসবে তখন নর্দমার জলে।