এই দুনিয়া ছাড়তে হবে তোর
কয় দিন আগে আর পরে,
মরার পরে ঠাই হবে তোর
ছোট্ট মাটির ঘরে।
এই দুনিয়ার ভোগ-বিলাসী
মিলবে না তার কিছু,
টাকা পয়সা ধন সম্পদও
যাবে না তোর পিছু।
স্ত্রী, সন্তান আত্মীয় স্বজন
সঙ্গে যাবে না কেহ,
সঙ্গে যাবে তোর মাটির ঘরে
মাটির গড়া দেহ।
মাটির সাথে মিশে যাবে
মাটির দেহখানি,
হাড়গুলো সব নিয়ে তখন
উইপোকায় করবে টানাটানি।
এই দুনিয়ার ধনসম্পদ এর
সঙ্গে নাই তোর কিছুই,
বোকার মত ছুটেছিলি তুই
এই সম্পদের পিছুই।
এই দিনে যা দরকার ছিল
তার কিছু নাই সঙ্গে,
পাপের মাঝে বসত করে
ডুবেছিস তুই পাপের গাঙ্গে।
এই জীবনে কর না এমন কিছু
সঙ্গে যাবে যা তোর,
মৃত্যুর পরে সুখ পাবি তুই
অনন্ত জীবন ভর।